কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) নতুন তারিখ ঘোষণা । চলতি বছরের প্রথম দিকে করোনার জন্য সাময়িক স্থগিত হয়ে গিয়েছিল চলচ্চিত্র উৎসব । পরিস্থিতি ফের স্বাভাবিক হতেই ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন তারিখ জানিয়ে দেওয়া হয়েছে । ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে এই সিনেপার্বণ ।
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সমস্ত কোভিড প্রোটোকল (Covid Protocol) ও রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে । রেজিস্ট্রেশন, চলচ্চিত্র উৎসব সম্পর্কিত বিভিন্ন তথ্য সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে ।
আরও পড়ুন, Happy Birthday Alia Bhatt : প্রথম কাজ শিশু শিল্পী হিসাবে, অভিনয় ছাড়া এই প্রতিভাও রয়েছে আলিয়ার
উল্লেখ্য, চলতি বছরে ৭ জানুয়ারি থেকে এই উৎসব শুরু হওয়ার কথা ছিল । যদিও কোভিডের বাড়বাড়ন্তের ফলে সাময়িক স্থগিত হয়ে যায় উৎসব । উৎসব শুরু হওয়ার দু'দিন আগেই সস্ত্রীক করোনা আক্রান্ত হন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । মারণভাইরাসের কবলে পড়েন পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee) । এর পরেই উদ্যোক্তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা জানানো হয় ।