শেষ হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর্জেন্টিনার ‘হিটলার’স উইচ’ ছবিটির জন্য আন্তর্জাতিক ছবি বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন দুই পরিচালক আর্নেস্তো আরদিতো এবং ভিরনা মোলিনা। আর, এই ছবির জন্য পরিচালক পুরস্কার নিতে উঠলেন আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে দিয়ে। জানালেন, বিশ্বকাপ জেতা যতটা গুরুত্বপূর্ণ তাঁদের কাছে, ততটাই এই পুরস্কার। হাততালিতে ফেটে পড়ল গোটা প্রেক্ষাগৃহ। এই বিভাগে বিশেষ জুরি সম্মান পেয়েছে ইরানের পরিচালক নাহিদ হাসানজাদের ‘সাইলেন্ট গ্লোরি’ ছবিটি।
বৃহস্পতিবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই শুরু হয় চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। ছৌ শিল্পীরা ‘মহিষাসুরমর্দিনী’ পরিবেশন করেন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন হরনাথ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, অনিরুদ্ধ রায়চৌধুরী প্রমুখ।