মেয়ের থেকে নাকি জামাইয়ের দর বেশি কলকাতায়। কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022 ) উদ্বোধনী অনুষ্ঠানে এসে এভাবেই নিজের অভিমান প্রকাশ করলেন অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। আর যা শুনে কার্যত হাসির রোল উঠল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।
এদিন অনুষ্ঠানে ধরা পড়ল বচ্চন দম্পতির দুষ্টু-মিষ্টি খুনসুটি। অভিনেত্রী জয়া বচ্চনকে কিছু বলতে অনুরোধ করছিলেন সঞ্চালকরা। এরপরেই মঞ্চে উঠে ধন্যি মেয়ে সামান্য হিন্দির টানে বাংলায় বলে উঠলেন, 'আমি আর কি বলব? (অমিতাভের দিকে তাকিয়ে) যা বলার উনিই বলবেন।' করোনার কারণে চলচ্চিত্র উৎসবে ভাটা পড়েছিল সেকথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, 'তিন বছর ধরে ভেবে ভেবে বুকে আর পেটে কথা নিয়ে এসেছে। আর জামাইয়ের সামনে মেয়ের দর খুব কম। যা বলার উনিই বলুক।' যা শুনে হাসিতে গমগম করে ওঠে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
আরও পড়ুন- চলচ্চিত্র উৎসবের পোস্টারে দারুণ চমক, প্রশংসায় পঞ্চমুখ পরিচালক থেকে অভিনেতা
এছাড়াও তিনি অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থার দিকে ইঙ্গিত করে বলেন, 'হাত ভেঙেছে। পা ভেঙেছে, মাথাটা যে এখনও ঠিক আছে সেটাই আসল।' সব শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বোন' ডেকে সম্বোধন করে জয়া বলেন, তিনি সব সময়ে মুখ্যমন্ত্রীর পাশে আছেন।