শুরু হয়ে গেল সিনেমা উৎসব । নেতাজি ইন্দোর স্টেডিয়ামে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হল ২৯ তম কলকাতা আন্তর্জাতির চলচ্চিত্র উৎসবের । সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট থেকে কমল হাসান, সোনাক্ষী সিনহা...বলিউডের একঝাঁক তারকা অনুষ্ঠানের চমক আরও বাড়ালেন । উপস্থিত ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়ও । সলমনকে সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্জ্বোলন করে সিনেমা উৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
অনুষ্ঠানের শুরু হয় রাজ্য সঙ্গীত দিয়ে । মঞ্চে দাঁড়িয়ে, বাংলার মাটি, বাংলার জল গাইলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময়, অদিতি মুন্সি, ইমন, ইন্দ্রনীল সেন । তাঁদের সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এরপর মুখ্যমন্ত্রীর লেখা গানে নৃত্য পরিবেশনা করেন ডোনা গঙ্গোপাধ্যায় ।