২৯ তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরই কলকাতা ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসে শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ আলো করে থাকেন বলিউডের একঝাঁক সুপারস্টার।
প্রথমে শোনা গিয়েছিল এই বছর উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে থাকতে পারেন বিগ বি অমিতাভ বচ্চন, বলিউডের বাদশা শাহরুখ খান এবং ভাইজান সলমন খান৷ তবে শেষ পর্যন্ত অমিতাভ এবং শাহরুখ আসতে পারছেন না।
সলমন খানের সঙ্গে মঞ্চল থাকবেন কমল হাসান ও সোনাক্ষী সিন্হা।
কিছুদিন আগে মুম্বই গিয়ে অমিতাভ সহ বচ্চন পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানান তাঁদের। বিগ বি রাজিও ছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আসতে পারছেন না। অন্যদিকে শাহরুখ তাঁর মেয়ে সুহানার বলিউড অভিষেক নিয়ে ব্যস্ত। তাই তিনিও আসবেন না।