মঙ্গলবার সন্ধ্যের নজরুল মঞ্চের জমাটি অনুষ্ঠান শেষে হোটেলে ফিরলেন সঙ্গীতশিল্পী কেকে (KK)। অসুস্থ বোধ করায় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু রাস্তাতেই সব শেষ। মাত্র ৫৪ বছর বয়সে কলকাতার কনসার্টেই জীবনের শেষ গান গেয়ে বিদায় নিলেন শিল্পী। বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে, তারপর মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বই। আজ সকালেই কলকাতা আসছেন কেকে-র স্ত্রী-পুত্র।
নজরুল মঞ্চে (kk's concert at Najrul Mancha) দাঁড়িয়ে শিল্পী দরদর করে ঘামছিলেন। বার বার মুখ মুছতে দেখা গিয়েছে তাঁকে রুমালে। এক বার তাঁকে মঞ্চের আলো নিভিয়ে দেওয়ার কথা বলতেও শোনা যায়। তবে কেকে-র পারফরম্যান্সে তার কোনও আঁচ পড়েনি। কনসার্ট শেষে হোটেলে ফেরার সময় ঠান্ডা লাগছিল তাঁর। ফেরার পরই জানান অসুস্থ বোধ করছেন।
এক মাস আগেই পরিচয়, ছবিতে গান গাইলেন, কেকে-র মৃত্যু মানতে পারছেন না সৃজিত
নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু করেন কেকে। গুরুদাস কলেজের ফেস্টে একের পর এক গান গেয়ে মঞ্চ মাতাচ্ছিলেন কেকে, ভিড়ে ঠাসা ছিল অডিটোরিয়াম। কেকে-কে ঘিরে কলকাতার মানুষের উন্মাদনা, উপচে পড়া ভিড়, আবেগের ছবি-ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বড় জীবন্ত সে সব। কয়েক ঘণ্টা আগেই তো মাত্র। অথচ যার জন্য এত আয়োজন, সেই মানুষটাই চিরঘুমে।