কেকে নেই, রয়ে গিয়েছে কেবল তাঁর গান। সম্প্রতি মুক্তি পেল কেকের গাওয়া শেষ গান। দক্ষিণী ছবি ‘সামারা’-র গান ‘দিলবরো’, মৃত্যুর আগে রেকর্ড করেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এই গানকে ভালবেসেছেন প্রায় ৮ লক্ষ মানুষ। কলকাতার কনসার্টে আসার আগে ফেসবুক পেজে জানিয়েছিলেন, কতটা উত্তেজনা কাজ করছে, তখন কি আর তিনি জানতেন সেটিই ছিল জীবনের শেষ কনসার্ট! মঞ্চ ছাড়ার আগে গায়ক গেয়ে উঠেছিলেন 'হম রয়ে ইয়া না রহে কাল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'... তারপর থেকে কেকের আগের গানগুলিই অনুরাগীদের সম্বল।
Kar Kache Koi Moner Kotha: ইডিপাস নাকি! শিমুলের ফুলশয্যা বানচাল করতে ছেলের সঙ্গে শুলেন মা, শুরু ট্রোলিং
গত বছর ৩১ মে নজরুলমঞ্চে শেষবার গিটার হাতে গাইতে উঠেছিলেন কেকে। অনুষ্ঠান শেষের কিছুক্ষণের মধ্যেই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন গায়ক, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।