জীবন যে কত অনিশ্চিত, আরও একবার তার সাক্ষী থাকল গোটা দেশ। কলকাতার নজরুল মঞ্চে দাপিয়ে অনুষ্ঠান করেই লম্বা ঘুমে সঙ্গীতশিল্পী। এত- গভীর ঘুম, যেখানে ডাকলে সাড়া পাওয়া যায় না। ইতিমধ্যে মঙ্গলবারের সন্ধ্যের কনসার্টের নানা ভিডিও ভাইরাল হয়েছে। একাধিক ভিডিও বলছে, অনুষ্ঠান চলাকালীনই শারীরিক অস্বস্তি হচ্ছিল প্রয়াত শিল্পীর। অনুষ্ঠান শেষে নজরুল মঞ্চ ছেড়ে বেরিয়ে আসার ভিডিওতেই সেই অস্বস্তি সবচেয়ে বেশি প্রকট। রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছিল শিল্পীকে।
শিল্পীর মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে নিউমার্কেট থানায়।
আয়োজকদের তরফে কি খামতি ছিল? নজরুল মঞ্চের (Najrul Mancha) দরজা বারবার খোলা এবং বন্ধ করা হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের অনেকেই। এসি আদৌ ঠিকঠাক কাজ করছিল কিনা, নিশ্চিত নন দর্শকদের অনেকেই। নজরুল মঞ্চে দর্শক ধরে মেরেকেটে আড়াই হাজার। একটি অসমর্থিত সূত্রের দাবি, অন্তত সাত হাজার লোক ঢুকেছিলেন নজরুল মঞ্চে।
মঙ্গলবার সন্ধের নজরুল মঞ্চের অনুষ্ঠানের যে সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তার অধিকাংশেই দেখা গেছে, গানের মাঝে বার বার রুমালে মুখ-কপালের ঘাম মুছছেন শিল্পী। মাথাতেও ওই রুমাল বোলাচ্ছেন। একাধিক বার ছোট বোতল থেকে গলায় ঢালছেন জল। তবে কি অনুষ্ঠানের সময়েই অসুস্থ বোধ করছিলেন? । মঞ্চের আলো নিভিয়ে দিতে বলেছিলেন শিল্পী। আলো সহ্য করতে পারছিলেন না তাহলে? কেকে-র আকস্মিক মৃত্যুর পর এমনই নানা প্রশ্ন উঠছে।