এল সময় রাজার মতো, হল কাজের হিসাব সাড়া...
মাত্র কুড়ি ঘণ্টা আগেও নজরুল মঞ্চে সুরের ইন্দ্রজাল বুনেছেন মানুষটা। শেষ গানের রেশ নিয়ে ঘরে ফিরেছেন কেকে (kk)-র অগণিত ভক্ত। ফিরতি পথে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিল্পীর গানের ভিডিও। ঘণ্টা খানেকের মধ্যে সবটা অন্ধকার। সবটা মিথ্যে। কেকে-র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল সারা দেশে। নজরুল মঞ্চের মেঝেতে তখনও গানের তালিকা লেখা কাগজ সাঁটা। জীবনের সেরা গানগুলো বাছাই করে রেখেছিলেন মঙ্গল সন্ধ্যার জন্য।
গানের তালিকা লেখা ফাঁকা মঞ্চের ছবিটা এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক যেন দশমীর রাতের ছবি। প্রতিমা বিসর্জনের পর মণ্ডপে টিমটিম করে জ্বলে থাকে একলা প্রদীপ। ঠিকই তো, আজ বিসর্জনের রাত-ই তো।
কেকে-এর মৃত্যুতে সমবেদনা রূপঙ্করের, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি গায়কের
কলকাতায় আসার আগে ফেসবুক লাইভ করেছিলেন কেকে। উত্তেজিত স্বরে অনুরাগীদের বলেছিলেন, "একসাথে হাঁটবো সেদিন"। কথা রাখলেন না তো শিল্পী। তবে ভালবাসা আর আবেগে মোড়া শহর কলকাতাও খালি হাতে বিদায় জানায়নি শিল্পীকে। ভালোবাসায়, উষ্ণতায় ভরিয়ে দিয়েছে তাঁকে। মঞ্চে কেকে-র শেষ গান ছিল, 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'। সত্যিই মনে থাকবে। কেকে-র স্মৃতি এই শহরের সঙ্গে থাকবে চিরকাল। সুর দিয়ে যিনি বাঁধতে জানতেন, এ শহর তাকে কি ভুলতে পারে?