সৃজিতের ছবি, গুলজারের অনবদ্য কথা, সব যেমন ঠিক ছিল, সেরকমই হল, পরিকল্পনামাফিক গান রেকর্ডও হল। শুধু গানের মুক্তি পাওয়া দেখে যেতে পারলেন না কেকে (KK)। এ গান যখন শিল্পীর অনুরাগীদের প্লেলিস্টে যোগ হচ্ছে, তখন তিনি সুরলোকে।
মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবি শেরদিলের গান 'ধুপ পানি বেহনে দে', গুলজারের (Gulzar) কথায় ছবিতে গান গেয়েছেন সদ্য প্রয়াত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। শিল্পীর অনুপস্থিতিতে এভাবে তাঁর ছবির গান মুক্তি পাবে, ভাবতে পারেননি সৃজিত, নিজেই সে কথা জানিয়েছেন।
কেকে-র (KK dies at Kolkata) আচমকা প্রয়াণের খবরে মুখের ভাষা হারিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কেকে-র গান রেকর্ডিং-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক। কেকে নিজেও ফেসবুকে শেয়ার করেছিলেন গুলজার এবং সৃজিতের সঙ্গে কাজ করার সুখস্মৃতি।
প্রসঙ্গত, কেকে-র রেকর্ড করার শেষ কয়েকটি গানের মধ্যে ধুপ পানি বেহনে দে অন্যতম।