একজন গান করতেন প্রাণ ঢেলে, কনসার্টে মাতিয়ে রাখতেন দর্শকদের, আরেকজন সেই মানুষটাকে গাইতে দেখার মুহূর্তটা ফুটিয়ে তুলতেন কাগজে তুলিতে। বলছি সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে (KK) এবং তাঁর স্ত্রী জ্যোতির (Jyoti Krishna) কথা। কেকে-র আকস্মিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াজুড়ে শুধু তাঁরই চর্চা। এরই মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে একটি পোর্ট্রেট। জ্যোতি কৃষ্ণার হাতে আঁকা।
জ্যোতি নিজে শিল্পী। স্বামীর পারফরম্যান্সের একাধিক পোর্ট্রেট তিনি এঁকেছেন। বড় সুন্দর সম্পর্ক ছিল দুজনের। জ্যোতির ইন্সটাগ্রামে উঁকি দিলেই দেখা যায় নানা মুহূর্তের ছবি। কোথাও দুজনে একসঙ্গে বসে কফিতে চুমুক দিচ্ছেন, কোথাও আবার স্ত্রীয়ের জন্য পুরি হালুয়া বানিয়ে দিচ্ছেন স্বামী। একটি পোস্টে কেকে লিখেছেন, এত বছর একসঙ্গে থাকতে থাকতে তিনিও ভাল রাঁধুনি হয়ে উঠেছেন। দুজনের ছবি দেখলে বোঝা যায়, গ্ল্যামার, খ্যাতি, যশের আড়ালে তাঁদের সম্পর্কের বাঁধন ছিল বড় মজবুত।
কেকে পাড়ি দিয়েছেন সুরলোকে। কিন্তু জ্যোতির তুলিতে আবার নিশ্চয়ই প্রাণ পাবেন সারা দেশের হিরো কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)।