দীর্ঘ ১০ বছর আইপিএল ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিত ছিল কলকাতা নাইট রাইডার্স। অবশেষে সেই বহু কাঙ্ক্ষিত জয় এসেছে, উদযাপনের রেশ এত তাড়াতাড়ি শেষ হয় নাকি? ট্রফি জয়ের পর নাইট শিবিরের সদস্যদের সঙ্গে জমিয়ে পার্টি করলেন শাহরুখ-সুহানা-অনন্যারা। সেই সব জমকালো মুহূর্তের একগুচ্ছ ছবি/ভিডিয়ো এখন প্রকাশ্যে।
এসআরকে র সঙ্গে পোজ দিতে দেখা গেল গুরবাজকে। আইপিএল এর মাঝেই অসুস্থ মাকে দেখতে নিজের দেশে ফিরে গিয়েছিলেন গুরবাজ। মা এখন সুস্থ। মা কে এই জয় উপহার দিতে পেরে দারুণ খুশি গুরবাজ।
জয়ের রাতে অনন্যা পান্ডেকে দেখা গেল আন্দ্রে রাসেলের সঙ্গে ডান্স ফ্লোরে পা মেলাতে। তাও আবার স্বয়ং এসআরকের গানেই। লুটপুট গ্যায়ার সঙ্গে নাচলেন অনন্যা-রাসেল