কলকাতার কনসার্টে আসার আগে ফেসবুক পেজে জানিয়েছিলেন, কতটা উত্তেজনা কাজ করছে, সেই কনসার্টই হয়েছিল জীবনের শেষ কনসার্ট, মঞ্চ ছাড়ার আগে গায়ক গেয়ে উঠেছিলেন 'হম রয়ে ইয়া না রহে কাল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'... সত্যিই মানুষ মনে রেখেছে, শোক কাটিয়ে জীবন স্বাভাবিক ছন্দে ফিরলেও আপামর কলকাতাবাসীর মনে থেকে গিয়েছেন কেকে। আজ গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের প্রথম প্রয়াণবার্ষিকী।
Dev-Soham: এক ছবিতে দেব-সোহম? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে
গত বছর ৩১ মে নজরুলমঞ্চে শেষবার গিটার হাতে গাইতে উঠেছিলেন কেকে। অনুষ্ঠান শেষের কিছুক্ষণের মধ্যেই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন গায়ক, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।