ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আগেভাগেই ছুটি চেয়ে রেখেছিলেন কে এল রাহুল। ছুটি মঞ্জুর হয়েছে। এ মাসেই রাহুল আর আথিয়া শেট্টির বিয়ে হচ্ছে। বিয়ের দিনক্ষণ পাকা হয়েছে।
আথিয়ার বাবা বলিউড অভিনেতা সুনীল শেট্টিই বিয়ের সব আয়োজন করছেন। বিয়ে হবে সুনীলের খান্ডালার বাড়ি ‘জাহাঁ’য়। দু’পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুরা উপস্থিত থাকবেন রূপকথার বিয়েতে। বলিউড এবং ক্রিকেট দুনিয়ার একাধিক তারকাও হাজির থাকতে পারেন সেখানে।
বান্ধবী আথিয়াকে নিয়ে দুবাইতে ছুটি কাটিয়েছেন রাহুল, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুবাই সফরের বেশ কিছু ছবিও। বছর তিনেক ধরে চুটিয়ে প্রেম করেছেন রাহুল-আথিয়া। এবার রূপকথার গল্পে নতুন অধ্যায়।