১ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India VS Australia) তৃতীয় টেস্ট । তার আগে স্ত্রী আথিয়া শেট্টিকে (Athiya Shetty) নিয়ে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleswar Temple) গেলেন কে এল রাহুল । সেখানে পুজো দিলেন নবদম্পতি । উল্লেখ্য,টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্ব হারিয়েছেন কে এল রাহুল । ভারতীয় দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন উঠছে । তারই মধ্যে স্ত্রীকে নিয়ে মন্দিরে দেখা গেল রাহুলকে ।
আথিয়া-রাহুলের মন্দিরে পুজোর দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ছবিতে দেখা যাচ্ছে ধুতি ও উত্তরীয় পরে পুজোয় ব্যস্ত রাহুল । পাশে কালচে হলুদ রঙের শাড়ি পরে বসে আথিয়া । হাত জোর করে শিবের পুজোয় মগ্ন অভিনেত্রী ।
বর্তমানে একেবারেই ফর্মে নেই কে এল রাহুল । অনেকের মতে বার বার ব্যর্থ হওয়া রাহুলকে হয়তো বসিয়ে দিতে চলেছে ভারত। সুযোগ দেওয়া হতে পারে শুভমন গিলকে। নেটিজেনরা বলছেন, মহাকালের মন্দিরে পুজো দিয়ে নিজের পুরনো ফর্ম ফিরে পাওয়ার জন্য পুজো দিলেন লোকেশ রাহুল ।