অবশেষে প্রকাশ্যে এল ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠীর বিয়ের ছবি। সোমবার মহারাষ্ট্রের খান্ডালায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। বলিউড অভিনেতা সুনীল শেঠী এদিন জানিয়েছেন, ঘরোয়া পরিবেশেই বিয়ে সম্পন্ন হয়েছে। দুপুরেই সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও আথিয়া। যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরেছেন কেএল রাহুল, নিজেকে পিঙ্ক প্যাস্টেল রঙের লেহঙ্গায় সাজিয়েছেন পাত্রী আথিয়া শেট্টি। আথিয়ার বিয়ের পোশাক তৈরি করেছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
এরআগে, বিকেলে ফার্মহাউসের বাইরে এসে বিয়ের সুখবর জানান বলিউড অভিনেতা তথা পাত্রী আথিয়া শেঠির বাবা সুনীল শেঠি। সুনীল জানান , খুব অল্প আত্মীয়ের উপস্থিতিতেই এই বিয়ে হয়েছে। তিনি জানিয়েছেন দুপুরেই সাত পাকে বাঁধা পড়েন আথিয়া ও রাহুল। মজার ছলে সুনীল জানান, তিনি শ্বশুর হলেন।
বিয়ের অনুষ্ঠানের পরেই অতিথিদের মিষ্টিমুখ করিয়েছেন আথিয়ার ভাই এবং সুনীল নিজে । তিনি জানিয়েছেন রাহুলের সঙ্গে বোনের বিয়েতে তিনি বেজায় খুশি। এর পাশাপাশি বলিউড অভিনেতা সুনীল শেঠি জানিয়েছেন বিয়ের রিসেপশন হবে IPL এর পরে। খান্ডালার ফার্ম হাউসে এদিন বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা অর্জুন কাপুরের বোন আশুলা কাপুর, টাইগার এর বোন কৃষ্ণা শ্রফ এবং রোহান শ্রেষ্ঠার মতো বিখ্যাত ফটোগ্রাফারও।