জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এ প্রথম থেকেই একাধিক মোড়ে একাই লড়াই চালিয়ে গিয়েছেন প্রধান চরিত্র লক্ষ্মী দাস। যে ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। বহু লড়াইয়ের পরেও তবে হার মেনে নেওয়া নয়, পরিস্থিতির কাছে বশ্যতাও স্বীকার করে নেওয়া নয়। প্রতিটা পদক্ষেপে লক্ষ্মী দাস নতুন রাস্তা খুঁজে বার করেন সমস্যা কাটিয়ে ওঠার জন্য। আর এই কাজে সে পাশে পুত্রবধূ হংসিনীকে। তবে সব ক্ষেত্রে যে সমীকরণটা একই হবে তেমনটা নয়। হংসিনীর সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই বেশ গভীর। দর্শকরাও পছন্দ করেছেন এই জুটিকে।
তবে এখন সেই ছবিটা গিয়েছে পাল্টে। হংসিনী আর লক্ষ্মীর পথ হয়ে গেছে বেঁকে। সেই সূত্রেই এখন আর লক্ষ্মী প্রয়োজন হলেও তাকে ডাকে না। হংসিনীও আগের মত তাই লক্ষ্মীর পাশে থাকতে পারে না। অন্যদিকে এখন নতুন ব্যবসার প্ল্যানিং বিয়ে বেশ ব্যস্ত রয়েছেন লক্ষ্মী। তবে এবার সবটা একাই করার পরিকল্পনা করেছেন তিনি। হংসিনীকে এক প্রকার বাড়ি থেকে বেরই করে দিয়েছিলেন। তবে হংসিনী সেখান থেকে কোথাও যায়নি। কারণ তার বাড়ি তার কাছে এখনও নিরাপদ নয়। তবে লক্ষ্মীর সঙ্গে থেকে একযোগে কাজ করাতে দেখা দিয়েছে ফাটল।