জনপ্রিয় ধারাবাহিক 'গুড্ডি' নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। অনুজকে নিয়ে গুড্ডি আর শিরিনের টানাপোড়েনের ঝড় কোনদিকে যায় তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচনা চলে ভক্তদের। ‘গুড্ডি’ সিরিয়ালে অনুজের চরিত্র দেখে ভীষণই বিব্রত দর্শক। গুড্ডির সঙ্গে আচমকা শপিং মলে দেখা হয়ে যাওয়ার পর অনুজের অদ্ভুত ব্যবহার চোখ এড়ায়নি কারও। অনেকেরই তাঁকে বেশ 'ইমম্যাচিওর্ড' বলেও মনে হয়েছে। সেই জায়গা থেকে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবেন অনুজ? হয়ে উঠতে পারবেন সকলের নয়নের মণি? এর জন্য দেখুন 'গুড্ডি' সিরিয়ালের পরবর্তী এপিসোড। আর এই সিরিয়ালে কী হল তা জানতে চোখ রাখুন এডিটরজি বাংলাতে।
অন্যদিকে, নিজের অভিনীত 'অনুজ' চরিত্রকে নিয়ে বেশ 'বিরক্ত' অভিনেতা রণজয় বিষ্ণুও। তিনি একটি ভিডিয়ো করে নিজেরই অভিনীত 'অনুজ' চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সম্প্রতি বলেন, 'আরে আগে নিজেকে ভাল রাখ, তার পর তো বাকিদের ভাল রাখবি। আমার থেকে পাঠ নেওয়া দরকার জীবন কীভাবে যাপন করা উচিত।"