দুই থেকে তিন হলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। দীর্ঘদিনের সম্পর্কের পর ছোট্ট মিষ্টি দাম্পত্য। চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছিলেন রনলিয়া, আর বছর ঘুরতে না ঘুরতেই কাপুর খানদানে জন্ম নিল ফুটফুটে মিষ্টি এক মেয়ে। বহু সাক্ষাৎকারে আগেই এই 'চকলেট কাপল' জানিয়েছেন তারা মেয়েই চান ৷ রবিবার দুপুরে তাদের সেই স্বপ্নই কার্যত হল সত্যি। এমনকি আগেভাগে মেয়ের নামও ঠিক করে রেখেছিলেন রণবীর-আলিয়া জুটি। সম্প্রতি আলিয়ার নিজের মুখে প্রকাশ করা সেই নামের ভিডিও এসেছে প্রকাশ্যে৷
'গাঙ্গুবাঈ' এর প্রোমোশনের সময় আলিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার প্রিয় নাম 'আয়রা'। বলাই বাহুল্য রনবীর আলিয়ার নামের অক্ষরের মিশেলেই এই নাম তৈরি। নামটির মতোই ইউনিক এর অর্থও৷ আয়রা নামের অর্থ 'শ্রদ্ধেয়'৷ এছাড়াও আয়রা নামের আরও একটি অর্থ হল সরস্বতী।
মা হওয়ার পরেই নিজের ইন্সটাগ্রামে দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন আলিয়া৷ Lion King, Lion Queen এবং Cub এর ছবি দিয়ে আলিয়া লিখেছেন, "জীবনের সবচেয়ে সুখবরটা এল। আমাদের সন্তান এসেছে, সে এক ম্যাজিকাল মেয়ে। সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে রণবীর-আলিয়ার তরফ থেকে অনেক অনেক ভালবাসা।’’ তাদের পোস্টের নীচে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।