গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন, সইফ আলি খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি বিক্রম বেদা (Vikram Veda)। তবে প্রত্যাশা আকাশছোঁয়া থাকলেও শুরুর দিনগুলিতে বক্স অফিসে সেভাবে ঝড় তুলতে পারেনি হৃত্বিকের এই ছবি। তামিল ছবি বিক্রম বেদার অফিশিয়াল রিমেকে গ্যাংস্টার ভেদা বেতালের গল্পই দেখবেন দর্শকেরা। ইতিমধ্যেই বড় পর্দায় দর্শকদের মন জয় করেছে বিক্রম বেদা। তবে গত বেশ কিছু বছরে OTT-এর দৌরাত্ম্য বাড়তেই এক শ্রেনীর দর্শক অপেক্ষা করে থাকেন ওয়েব পর্দায় কবে কোন ছবি মুক্তি পাবে।
ইতিমধ্যেই শাহরুখ খানের জওয়ান ওয়েব পর্দায় বিক্রি হয়েছে ২৫০ কোটি টাকায়। এই মুহুর্তের সবচেয়ে বড় প্রশ্ন তবে বিক্রম বেদা কোন ওটিটিতে মুক্তি পেতে চলেছে? জানিয়ে রাখি, বিক্রম বেদা মুক্তি পাবে জিও সিনেমায় তবে ওয়েব পর্দায় এই ছবি দেখতে হলে দর্শকদের দীর্ঘ অপেক্ষাও করতে হবে। জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই এই ছবি মানুষের মুঠো ফোনে দেখা সম্ভব হবে।
আগে মুক্তি পাওয়ার এক মাসের মধ্যেই নতুন থাকতে থাকতেই ওটিটিতে সিনেমা দেখে নেওয়া সম্ভব হত। কিন্তু, চলতি বছরে সেই নিয়ম পাল্টে যায়। নতুন নিয়মে মুক্তির কমপক্ষে ২ মাসের মাথাতেই ওটিটি-তে ছবি মুক্তি পাবে। ছবির ব্যবসার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বিক্রম বেদা OTT-তে আসতে বেশ কিছুটা সময় নেবে, কিন্তু তার আগে পুজোর ছুটিতে নিকটবর্তী প্রেক্ষাগৃহেই দেখে আসতে পারেন এই ছবি।