পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে টলিউডের প্রথম সারির বাবা-মেয়েকে। দীর্ঘ সময় পর, কোয়েল এবং রঞ্জিত মল্লিক একই সঙ্গে ছবি করতে চলেছেন। ছবির নাম 'স্বার্থপর'। ছবিতে কোয়েলের উকিলের ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। এবং কোয়েলের দাদার ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে। রঞ্জিত কন্যা কোয়েলকে সেভাবে বাবার সঙ্গে ছবি করতে দেখা যায়নি। প্রায় এক দশক আগে বাপ-বেটিকে একসঙ্গে দেখা গিয়েছিল পর্দায়। ছবির পরিচালক অন্নপূর্ণা।
একেবারে নিপাট একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোয়েলকে। আগামী মাসেই শুরু হবে ছবির শ্যুটিং। এই প্রসঙ্গে কোয়েল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি সবসময়ই ছবি বাছার ক্ষেত্রে চেষ্টা করেন যেন তাতে একটা ভাল মেসেজ থাকে। পরিচালকের কথায়, বাংলার সমস্ত মায়েরাই ছবির সঙ্গে রিলেট করতে পারবেন। আপাতত পরিবারের সঙ্গে তাইল্যান্ডে ছুটির মেজাজে কোয়েল, ফিরেই হাত দেবেন শ্যুটিং-এর কাজে।