বরাবরই ফিটনেস ফ্রিক কোয়েল মল্লিক। নিয়মিত শরীরচর্চা করেন, সেসবের ছবি/ ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার আন্তর্জাতিক যোগ দিবসে শীর্ষাসন করে তার ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী।
শীর্ষাসন ছাড়াও বেশ কয়েকটি আসনের ভিডিয়ো পোস্ট করেছেন কোয়েল। মা হওয়ার পর নতুন করে বড়পর্দায় কামব্যাক করছেন কোয়েল, প্রথম ছবি 'জঙ্গলে মিতিন মাসি'। ২০২৩-এর পুজোয় বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। ছবির শুটিং-এও বেশ শারীরিক কসরত করতে হয়েছে অভিনেত্রীকে, শুটিং-এর টুকরো ছবি থেকেই বোঝা যায় তা।