বড়পর্দায় গোয়েন্দারাজ চলছে তো সেই বিগত কয়েক বছর ধরেই, মহিলা গোয়েন্দা চরিত্রের অভাব খানিক্টা হলেও ঘুচিয়েছিল মিতিন মাসি। অরিন্দম শিলের হাত ধরে এই পুজোয় আবারও পর্দায় মিতিন। এবং এবারও মিতিন মাসির চরিত্রে কোয়েল মল্লিক। ২০১৯-এর পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি সিরিজের প্রথম ছবি।
একের পর এক গোয়েন্দাদের নিয়ে বড় পর্দা কিম্বা ওটিটি-তে কাজ করছেন অরিন্দম। একাধিক শবর এবং ব্যোমকেশ মুক্তি পেয়েছে পরিচালকের হাত ধরে, সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেতে চলেছে ফেলুদার গ্যাংটকে গণ্ডগোল। তারপর পুজোয় মিতিন মাসি, বছরভর বাঙালি মজে গোয়েন্দাতেই।
সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' নিয়েই আগামী মুক্তি কোয়েলের। এবার পুজো তাহলে সারান্ডায় জমবে, তাই তো?