৪৭ ডিগ্রি তাপমাত্রা মাথায় করেই ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে ‘জঙ্গলে মিতিন মাসি’র (Mitin Masi) শ্যুট সেরেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। নতুন জায়গায় গিয়ে সেই অঞ্চলের দর্শনীয় স্থান একটি বার ঢুঁ না মারলে যে যাওয়ায় বৃথা সেকথা ভালোই জানেন মিতিন মাসি। তাই ফুরসৎ মিলতেই, সিংভূমের মহাদেবের গুহায় পুজো দিলেন কোয়েল। ধর্মীয় স্থান ঘুরে দেখার সেই ছবি নিজের ইন্সটা হ্যান্ডেলে শেয়ার করেছেন নায়িকা। একেরপর এক সিঁড়ি ভেঙে মহাদেব দর্শন তাঁর।
Gora 2: ডিফেকটিভ থুড়ি ডিটেকটিভ ভুললেও আমাদের ভুলে চলবে না, আসছে 'গোরা 2'
অরিন্দম শিলের হাত ধরে এই পুজোয় আবারও পর্দায় মিতিন। ১৫ মে থেকে শুরু হয়েছিল শুটিং। ২০১৯-এর পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি সিরিজের প্রথম ছবি। সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' নিয়েই ছবির গল্প, ছবির নাম 'জঙ্গলে মিতিন মাসি'। পুজোয় মুক্তি পাচ্ছে ছবিটি। ক্যামেলিয়া এন্টারটেইনমেন্টেসের হাত ধরে পুজোয় একটা গোয়েন্দা রিলিজ তাহলে পাকা।