এর আগেও অবশ্য তিনি দুর্গা (Durga) সেজেছেন, এবার মহালয়ায় আবারও মহিষাসুরমর্দিণীর ভূমিকায় আসছেন কোয়েল মল্লিক (Koel Mallick) ।
মহালয়ার দিন, ১৪ অক্টোবর, স্টার জলসার অনুষ্ঠানে দুর্গা হচ্ছেন কোয়েল, সঙ্গে অবশ্য মা দুর্গার নানা রূপে দেখা যাবে আরও অভিনেত্রীদের, তবে সেই তালিকা এখনও চূড়ান্ত নয়। মহালয়ার বিশেষ অনুষ্ঠানটির প্রযোজনায় কোয়েলের স্বামীর সংস্থা সুরিন্দর ফিল্মস(Surinder Films)।
Sayantika Banerjee : দীর্ঘদিন পরে অভিনয়ে সায়ন্তিকা, তবে টলিউড নয়, দেখা যাবে বাংলাদেশের সিনেমায় ?
পুজোর ঠিক আগেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি', সেখানে নাম ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। দেবীপক্ষে একের পর এক চ্যালেঞ্জিং রোলে কোয়েল।