টলিপাড়ায় বসন্ত উৎসব। রঙের উৎসবে মাতলেন বিনোদন জগতের তারকারা। কোয়েল থেকে রাজ শুভশ্রী সকলেই দোল কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।
কোয়েল মল্লিক দোলের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রঙিন ছবি পোস্ট করেছেন। কোনওটায় আবীর মাখা মা-ছেলের ছবি, কোনওটায় আবার বাবা-মায়ের সঙ্গে আবীর খেলার ছবি।
Shahid Kapoor: 'জীবনযাত্রার মান চড়ালে ছোট ছোট আনন্দ হারিয়ে যায়', সন্তানদের নিয়ে মুখ খুললেন শাহিদ
শুভশ্রী-রাজও অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের ছবি দিয়ে। মিয়াঁ-বিবির ছবি তো আছেই, সঙ্গে শুভশ্রীর কোলে আদত্রে ইউভানের রং মাখা ছবি। তারকাদের রং উদযাপনের রঙিন সব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।