ফের কফিতে চুমুক করণ জোহারের (Karan Johar) । গরম কফির স্বাদ নিতে তৈরি বলিউড তারকারাও । করণের কাউচে বসতেই মনের কথা খুলে বললেন সেলেবরা । হাসি, মজা, নাচ-গান আর অনেকটা স্পাইসনেসে ভরা সিজন নিয়ে আসছে 'কফি উইথ করণ' (Koffee with Karan season 7)। এবারের সিজন যে আরও স্পাইসি,আরও মজাদার হতে চলেছে, তার ঝলক সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারেই দেখতে পাওয়া যাবে ।
এবারের সিজনে করণের শো-এ অতিথিদের তালিকায় থাকছেন রণবীর সিং (Ranveer Singh), আলিয়া ভাট (Alia Bhatt), সারা আলি খান, জাহ্নবী কাপুর, অক্ষয় কুমার (Akshay Kumar), কিয়ারা আডবানি, সামান্থা, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, বিজয় দেবেরেকোন্ডা, টাইগার শ্রফ, অনন্যা পান্ডে, শাহিদ কাপুর, কৃতি শ্যানন । ট্রেলারের প্রথমেই নজর কেড়েছেন রণবীর সিং । নিজের সেক্স প্লেলিস্টের কথা ফলাও করে বলতে দেখা গেল তাঁকে । এক্সকে কটাক্ষ করতে ছাড়লেন না সারা আলি খান । বলেন, ‘আমার এক্স এখন সবার এক্স’। এদিকে,নাগার সঙ্গে বিয়ে ভাঙার জন্য করণকেই দায়ী করে বসলেন সামান্থা । কারণ, পরিচালক-ই নাকি ‘কভি খুশি কভি গম’ ছবিতে দেখিয়ে দিয়েছেন জীবন কেমন হওয়া উচিত । এছাড়া,নাচ-গান তো থাকছেই । সেইসঙ্গে অনিল, অক্ষয় কাপুর, বরুণ ধওয়ানের জমিয়ে নাচের মুহূর্ত, সেইসঙ্গে সারা-জাহ্নবীর হাসি-ঠাট্টা...সবমিলিয়ে শো শুরুর আগেই ট্রেলার সাড়া ফেলে দিয়েছে চারিদিকে ।
৭ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে কফি উইথ করণ-এর সিজন ৭। এই প্রথমবার করণের চ্যাট শো শুধু দেখা যাবে ওটিটি-তে । টিভিতে দেখা যাবে না । করণ জোহরের এই চ্যাট শো বরাবরই নানা বিতর্কের জন্ম দিয়ে যায় । তবে,এই শো বরাবরই হিট । প্রসঙ্গত, এই মুহূর্তে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন করণ ।