ফুটবল জ্বরে কাঁপছে বাঙালি । রবিবার, ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে (Kolkata Derby 2022) মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহনবাগান (Mohun Bagan) । এই হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় সাধারণ মানুষ থেকে তারকারা । ডার্বির উন্মাদনা ময়দান ছাড়িয়ে ঢুকে পড়েছে সেলিব্রেটিদের (Celebs reaction on Derby Match) অন্দরমহলে ।
ডার্বির ম্যাচ দেখার জন্য অনেকেই তাঁদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে নিয়েছেন । যেমন সোহম চক্রবর্তী । তিনি ইস্টবেঙ্গলের সমর্থক । এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডার্বি ম্যাচ দেখার জন্য ঠিক সময় বের করে নিয়েছেন অভিনেতা । অন্যদিকে, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়রা মোহনবাগানের সমর্থক । তাঁরা ঘরে বসেই টিভির পর্দায় ঘটি-বাঙালের লড়াইয়ে চোখ রাখবেন ।
ইস্টবেঙ্গলের সমর্থক উজ্জয়িনীও ডার্বির ম্যাচ দেখার প্ল্যান প্রোগ্রাম সেরে ফেলেছেন । গায়ক ইমন চট্টোপাধ্যায়ও লাল হলুদের সমর্থক । অন্যদিকে,সবুজ-মেরুনের কট্টর সমর্থক মনোময় ভট্টাচার্য,
তাঁর ছেলের সঙ্গে জমিয়ে বাড়ি বসেই ম্যাচ দেখবেন বলে জানা গিয়েছে ।
প্রায় ৩ বছর পর যুবভারতীতে আজ বাঙালির বড় ম্যাচ। আর তাতেই খুশি বাংলার ফুটবলপ্রেমীরা। বৃষ্টি মাথায় নিয়ে যুবভারতী ভরাতে তৈরি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা । এদিকে ডার্বি নিয়ে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে কড়া নিরাপত্তা । মাঠে ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে। মাঠে সিগারেট, দেশলাই, জলের বোতল, বাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে দর্শকদের মাস্ক পরে আসার নির্দেশিকাও জারি করা হয়েছে।