একটি সত্যি। যা খুঁজে চলেছেন অনেকে মিলে। হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ায় সেই সত্যিটা। রাস্তার ধুলোয় উড়ো খইয়ের মতো সেই সত্যিকেই খুঁজে ফেরে চরিত্ররা। স্বামী- স্ত্রী এবং এক বৃদ্ধা নতুন জায়গায় এসে ঘর ভাড়া নেয়। তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল তৈরি হয় প্রতিবেশীদের মধ্যে। তাঁরা চেষ্টা করেন নিজেদের কৌতূহল মেটানোর। সংক্ষেপে নাট্যদল 'হিপোক্রিটস'(Hypokrites)-এর নবতম প্রযোজনা 'তবে তাই' (Tobe Tai)-এর কাহিনি এমনটাই।
নাটকটি 'হিপোক্রিটস'-এর ৩০ তম প্রযোজনা । 'প্রিয়া ক্যাফে','১৬ পাতা'-র মতো নাট্যদলের আগের প্রযোজনাও বেশ সফল হয়েছে । সেক্ষেত্রে, 'তবে তাই' নিয়েও দর্শকদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে । সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে কম চর্চা হচ্ছে না ।
আরও পড়ুন, Dev-Byomkesh-Rahul: 'ব্যোমকেশের চরিত্রে দেব বাঙালির কাছে হাসির খোরাক', রাহুলের পোস্ট ঘিরে হইচই
১৯ ফেব্রুয়ারি জ্ঞান মঞ্চে সন্ধে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে । ‘তবে তাই’ নাটকটি লুইগি পিরান্ডেলোর লেখা ‘রাইট ইউ আর (ইফ ইউ থিঙ্ক সো)’ থেকে অনুবাদ করা হয়েছে । অনুবাদ করেছেন 'মন্দার' ওয়েব সিরিজ, 'বল্লভপুরের রূপকথা'-র মতো ছবির চিত্রনাট্যকার প্রতীক দত্ত । আর এই নাটকে বড় চমক হচ্ছেন সত্যম ভট্টাচার্য । 'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Roopkotha) ছবিতে ভূপতি রায় চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি । বেশ কয়েক বছর বিরতির পর ফের মঞ্চে ফিরছেন তিনি । 'তবে তাই' নাটকে তাঁকে দেখা যাবে ।
সত্যম ছাড়াও নাটকে অভিনয় করছেন আভেরি সিংহ রায়, সুস্নাত ভট্টাচার্য, অনিন্দ্য সাঁই, শাশ্বতী সিনহা, মৌমিতা গুপ্ত শর্মা, জিৎ দাসেরা । নির্দেশনায় সুস্নাত ভট্টাচার্য । উল্লেখ্য, 'হিপোক্রিটস'-এর প্রযোজনা আগে মঞ্চস্থ হয়েছে 'চেয়ারস', 'কন্ডিশন্স অ্যাপ্লাই','গডস টয়লেট','ইন লভ?', 'আমরা বাঙালি জাতি' ইত্যাদি । পথনাটকের মধ্যে উল্লেখ্যযোগ্য হল 'মিডিয়া','ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'।