বছরজুড়েই চলছে বাংলার তথা সারা দেশের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষ উদযাপন (Mrinal Sen Centinary)। তারই অংশ হিসেবে তিলোত্তমায় তিনদিনের বিশেষ অনুষ্ঠান। আয়োজনে ব্লু চক ষ্টুডিও এবং ট্রামলাইন, সঙ্গে সঙ্গে আলিয়ঁস ফ্রঁসেস দিউ বেঙ্গলে।
তিন দিনের অনুষ্ঠানে দেখানো হবে পরিচালকের আইকনিক তিন ছবি কলকাতা ৭১, ভুবন সোম, এবং অন্তরীণ। আলোচনায় রয়েছেন তাঁরই একাধিক সিনেমার প্রোটাগোনিস্ট অঞ্জন দত্ত, চলচ্চিত্রবোদ্ধা সঞ্জয় মুখোপাধ্যায়রা। এছাড়াও মৃণাল সেনের সিনেমা নিয়ে হিরণ মিত্রের আঁকা ছবির প্রদর্শনীও হবে। দেখানো হবে মৃণাল সেনের ওপর বানানো একটি তথ্যচিত্রও।
Mrinal Sen Birth Anniversary : সংসারের বিষয়ে উদাসীন, কম খরচে ছবি বানাতেন, জন্মশতবর্ষে মৃণাল সেন
৯ থেকে ১১ অগাস্ট, তিনদিন সন্ধে ৬ টা থেকে বসবে আসর, স্থান পার্ক স্ট্রিটের পার্ক ম্যানসন।