বাঙালির মাছ-ভাত খাওয়া নিয়ে প্রকাশ্য জনসভায় বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। গুজরাটে বিজেপির হয়ে ভোটপ্রচারে সেই মন্তব্যের জেরে বাঙালিদের রোষের মুখে পড়েন প্রবীণ অভিনেতা। ক্ষমা চেয়েও কাজ হল না। অভিনেতার বিরুদ্ধে ঘৃণা-ভাষণের অভিযোগে স্বতপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) পরেশ রাওয়ালের বাঙালি-বিরোধী মন্তব্যের জেরে থানায় এফআইআর দায়ের করেন অভিনেতার বিরুদ্ধে। সেলিমের দাবি ছিল, রাওয়ালের এই মন্তব্য উস্কানিমূলক এবং বাঙালিদের প্রতি ঘৃণাসূচক। এতে দেশের বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর বিদ্বেষ বাড়বে।
Skipping meals: দিনে তিনবারের কম খাবার খাচ্ছেন? ফল হতে পারে ভয়ানক?
রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (দাঙ্গা সৃষ্টি), ১৫৩এ (দুই গোষ্ঠীর মধ্যে হিংসার উস্কানি), ১৫৩বি (জাতিবিদ্বেষে উস্কানি), ৫০৪ (শান্তিভঙ্গে উস্কানি) এবং ৫০৫ (অশালীন মন্তব্যের জেরে উস্কানি) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।