শাহরুখ খানের ভক্তরা কী পারেন, কী পারেন না! কলকাতার ছেল প্রীতম বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির ছাদে বানিয়ে ফেললেন ৩০ ফুট লম্বা শাহরুখের প্রতিচ্ছবি, তাও আবার সাদা স্টোন চিপ্স দিয়ে।
নিজের শিল্পকীর্তি প্রীতম কিং খানের কাছে পৌঁছে দিয়েছেন। আর ভক্তের ভালবাসায় আপ্লুত হয়ে উত্তর দিতেও ভোলেননি বলিউড বাদশা।
SRK-Jawan: মুখে ব্যান্ডেজ বেঁধে 'জওয়ান' লুকে কিং খানের ম্যাজিক দেখতে হল ভরাচ্ছে দর্শক
কয়েক মাস আগেই নিজের বাড়ির ছাদে একটু একটু করে এই শিল্প তৈরি করেছেন প্রীতম। শাহরুখের 'জওয়ান' মুক্তির পর প্রকাশ্যে আনেন তা।
'জওয়ান' মুক্তির পর থেকেই যেন অন্য মাত্রায় পৌঁছেছে এসআরকে উন্মাদনা। কেউ বাড়ির ছাদে এঁকে রাখছেন তাঁকে, কোথাও আবার দলে দলে মানুষ তাঁকে দেখতে হলে যাচ্ছেন মুখে ব্যান্ডেজ বেঁধে একেবারে 'জওয়ান'-এর লুকেই।