গোটা বছরজুড়েই উদযাপিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। এবার স্টার জলসাও সেই জোয়ারে ভাসল। আসছে নতুন ধারাবাহিক। স্বদেশি আন্দোলন, দেশপ্রেম নিয়ে নতুন ধারাবাহিক কমলা ও স্রীমান পৃথ্বীরাজ। সদ্য সামনে এল ধারাবাহিকের প্রোমো।
কমলার চরিত্রে চেনা মুখ অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়। পৃথ্বীরাজের ভূমিকায় দেখা যাবে সুকৃত সাহাকে। টেলিভিশনের পর্দায় তাঁর সফর এই সিরিয়াল দিয়েই শুরু হলেও, ওয়েব সিরিজের জগতে ইতিমধ্যেই বেশ নাম ডাক রয়েছে সুকৃতের।
Sidharh-Alia-Kiara: বলিউডে সিদ্ধার্থ মালহোত্রার প্রথম প্রেম আলিয়া, বিয়েও করলেন আলিয়াকেই
কমলার বাবা ইংরেজদের তোষামোদ করেই চলেন, আবার পৃথ্বীর বাবা ঘোর ইংরেজ বিরোধী, এই নিয়েই এগিয়েছে গল্প।