বলিউডে নয়ের দশকের সেরা প্লেব্যাক সিঙ্গার। রাহুল দেব বর্মণ (RD Burman) থেকে একাধিক নামীদামী সেরা সুরকারের সঙ্গে কাজ করেছেন। 'আশিকি', 'এক লড়কি কো দেখা তো', একের পর এক হিট গান এসেছে তাঁর কণ্ঠে। ভক্তকূলও নেহাত কম নয়। সেই গায়ক কুমার শানুর (Kumar Sanu) গলাতেও অভিমান! শ্রোতা-অনুরাগীদের ভালবাসা পেয়েছেন। কিন্তু সরকারি সম্মান কি পেয়েছেন! আক্ষেপের কথা বলতে গিয়ে ক্ষুব্ধ কুমার শানু।
গত মাসের শেষের দিকে চলতি বছর জাতীয় পুরস্কারজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। ৬৯তম জাতীয় পুরস্কার মঞ্চে সেরা প্লেব্যাকের পুরস্কার পেয়েছেন RRR ছবির 'নাটু নাটু' গানের শিল্পী কাল ভৈরব। সেরা প্লে ব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। কুমার শানু শ্রেয়ার সাফল্যে খুশি। কিন্তু নিজের কথা বলতে গিয়েই জানালেন, "জাতীয় পুরস্কার, পদ্মভূষণও পাওয়া উচিত ছিল। আর এগুলো নিয়ে ভাবি না। খারাপ তো লাগেই, কষ্টও হয়। তবে এটা বুঝি, তেল দেওয়ার মতো ক্ষমতা না থাকে এই সব সম্মান পাওয়া যায় না।"
আরও পড়ুন: দেখুক পাড়া-পড়শিতে...ইউভান মাছ 'গেঁথেছে' বঁড়শিতে, দেখেছেন ভিডিও ?
কুমার শানু বলেন, "এখন এটা সবাই বোঝেন। সাধারণ দর্শক ও শ্রোতারও এইসব নিয়ে ওয়াকিবহাল। তেলা মাথায় তেল দেওয়ার মানসিকতা থাকলে তবেই এখন পুরস্কার পাওয়া যায়। গত ৪ দশকে একাধিক হিট ও জনপ্রিয় গানের নেপথ্যে কুমার শানু। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানও পান তিনি। তবে কেরিয়ারের শিখরে থাকার সময় পাননি জাতীয় পুরস্কার। তিনি জানান, "সরকার যদি যোগ্য মনে করে, তা হলে দেবে। না দিলে আমি কী করব।"