তাঁর বাবা মৃণাল সেনকে নিয়ে লেখা কুণাল সেনের বই 'বন্ধু'। যে বইতে বিশ্ববরেণ্য পরিচালকের কাজ, তাঁর সঙ্গে তাঁর পরিজন এবং সহকর্মীদের সম্পর্ক এবং তাঁর সঙ্গে তাঁর পুত্র কুণালের সম্পর্কের বিস্তারিত বিবরণ রয়েছে বলে দাবি মৃণাল-পুত্রের। সোশ্যাল মিডিয়ায় বইটির কভারের ছবি দিয়ে তিনি লেখেন- 'এই বই লেখা হয়েছে আমার বাবা ও মায়ের সম্বন্ধে, আমার বাবার কাজ ও তাঁর সহকর্মীদের সম্বন্ধে, আমার কাকার সম্বন্ধে। ওই পরিবেশটার মধ্যে বড় হয়ে ওঠা সম্বন্ধে লেখা আছে বইটিতে। কভারটা সবে পেলাম। আশা করি, বইটিও তাড়াতাড়ি হাতে পাবো'।
তাঁর এই পোস্টের তলায় কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ শুভেচ্ছা জানান, কেউ বা বলেন তিনি এই বইটি পড়ার জন্য কতটা উদগ্রীব।
উল্লেখ্য, কুণাল সেনের সঙ্গে তাঁর বাবা মৃণাল সেনের সম্পর্ক সর্বজনবিদিত। তাঁরা দুজন একে অপরকে 'বন্ধু' বলে সম্বোধন করতেন।