অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে হইচই ফেলে দিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। শুধু তাই নয়, ‘নতুন জীবন’ শুরুর কথা ঘোষণা করেছেন তিনি। টুইটারে ললিত লিখেছেন, ‘নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।’
প্রাথমিকভাবে 'নতুন জীবনের শুরু' কথায় ধোঁয়াশায় ছিলেন নেটিজেনরা। তবে কী গোপনে বিয়ে সারলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা। তবে তা যেন আঁচ করেই ফের টুইট করে নিজেদের ডেটিং কথা জানান ললিত মোদী।
আরও পড়ুন- Daler Mehendi Arrested: মানবপাচারে অভিযুক্ত গায়ক দালের মেহেন্দির ২ বছরের জেল
সোশ্যাল মিডিয়া পোস্টে শুরুতে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন ললিত মোদী। পর মুহূর্তেই ছোট্ট ভুল শুধরে সুস্মিতাকে নিজের ‘বেটার লুকিং পার্টনার’ বললেন ললিত মোদী। পাশাপাশি মলদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। জানান ডেট করছেন তাঁরা। এই গোপন প্রেমের চর্চা এখন সোশ্যাল মিডিয়ায় সর্বত্র।
২০০৮ সালে শুরু হয় আইপিএল। সেই প্রতিযোগিতার স্রষ্টা ছিলেন ললিত। টি২০ ক্রিকেট যে আগামী দিনে ভারতে জনপ্রিয় হতে চলেছে, তা তিনি আগেই বুঝতে পেরেছিলেন বলে সংশ্লিষ্ট মহলের অনেকেই মানেন। পরে সেই আইপিএল নিয়েই টাকা তছরুপের অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। তদন্তের মাঝেই ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। সেই থেকেই লন্ডনে বাস।
অন্য দিকে, ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর শিরোপা পান সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ দিয়ে ছবির জগতে হাতেখড়ি। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’, ‘ম্যায় হু না’-র মতো ছবিতে অভিনয় করেন। শেষ বার ‘আরিয়া’ ওয়েবসিরিজে দেখা গিয়েছিল সুস্মিতাকে।