বলিউডে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল ভালো রকম। তবে এখন সারা দেশেই কোভিড গ্রাফ নিম্নমুখী। এমন সময় প্রাক্তন মিস ইউনিভার্স লারা দত্তের (Lara Dutta) করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।
ইতিমধ্যেই তাঁর বাড়ি সিল করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) (BMC)।
এক ছবিতে সুহানা-খুশি-অগস্ত্য! স্টারকিডদের নিয়ে জোয়ার ছবির শুটিং শুরু
তবে অভিনেত্রী নিজে কোভিড আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেননি। টুইটার বা ইনস্টাগ্রামেও এ বিষয়ক কোনও পোস্ট করেননি তিনি। এক পাপারাৎজি লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করতে পুরো বিষয়টি সামনে আসে। বিএমসি অভিনেত্রীর সামনের বাড়ির এলাকাটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ বলে ঘোষণা করেছে। লারার ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিবারের কোনও সদস্যের থেকেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।