চলতি বছর, ১৬ ফেব্রুয়ারি দিনটা ছিল আপামোর সঙ্গীত প্রেমীদের কাছে দুঃখের দিন । সঙ্গীত জগত হারিয়েছিল তাঁদের অভিভাবককে । দেখতে দেখতে ৬ মাস হয়ে গেল, বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) আর নেই আমাদের মধ্যে । তবে, শিল্পী বেঁচে আছে তাঁর গানে, তাঁর সুরে । এমনকী, আর কয়েকদিন পর থেকে তাঁকে দেখতেও পাবেন তাঁর অনুরাগীরা (Bappi Lahiri's Last Reality Show) । কীভাবে ? একটি গানের শোয়ের মাধ্যমে ।
সম্প্রচারিত হতে চলেছে বাপ্পি লাহিড়ির শেষ গানের রিয়্যালিটি শো (Last Music Realiti Show) । শোয়ের নাম ‘সুর কা একালব্য’। এখানে বিচারকের আসনে দেখা যাবে বাপ্পি দা-কে শুধু বাপ্পি লাহিড়ি নয়, বিচারকের আসনে দেখা যাবে ইসমাইল দরবার, যতীন পণ্ডিতকে । দূরদর্শনে এই শো সম্প্রচারিত হবে । একেবারে নতুন ভাবনায় এই শো-টি তৈরি হয়েছে । জানা গিয়েছে, প্রতিযোগীদের প্রশিক্ষণ দেবেন তাঁরাই ।
আরও পড়ুন, Jisshu Sengupta returns as Producer : প্রযোজনায় ফিরছেন যিশু, আসছে নতুন ধারাবাহিক
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ (ওএসএ)-য় আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির । তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৭০-৮০ দশকে ভারতীয় সিনেমার গানের জগতকে মাতিয়ে রেখেছিলেন তিনি। চলতে চলতে, ডিস্কো ডান্সার, শরাবীর মতো ছবির জনপ্রিয়তার কৃতিত্বের অনেকটাই তাঁর।