না ফেরার দেশে চলে গিয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । রবিবার, ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । সুর সম্রাজ্ঞীর প্রয়াণে দেশজুড়ে নেমেছ শোকের ছায়া । টুইটে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বলিউড (Bollywood) তারকারাও শোকপ্রকাশ করেছেন ।
অক্ষয় কুমার (Akshay Kumar) ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ আমরা কীভাবে তাঁর সুরেলা কণ্ঠ ভুলতে পারি । 'মেরে আওয়াজ হি পহেচান হ্যায়', 'ঘর ইয়াদ রহে'… এবং এরকম গান, তাঁর কন্ঠ কে ভুলতে পারে । লতা মঙ্গেশকর জির প্রয়াণে আমি গভীরভাবে শোকহত । আমার সমবেদনা ও প্রার্থনা রইল । ওম শান্তি ।’
শোকপ্রকাশ করেছেন হেমা মালিনী (Hema Malini) । তিনি বলেন, লতা মঙ্গেশকর একজন বড় শিল্পী । আমি ২০০টি ছবিতে কাজ করেছি এবং ভাগ্যবান যে তাঁর গাওয়া হিট গানে আমি পারফর্ম করতে পেরেছি । তাঁর মতো কেউ গান গাইতে পারে না । তিনি খুব স্পেশাল ছিলেন । তাঁর মৃত্যু খুবই দুঃখজনক ।
সুরকার বিশাল দাদলানি (Vishal Dadlani) টুইটে লেখেন, "গত ইন্ডিয়ান আইডলের সিজনে তিনি আমাকে ফোন করেছিলেন । গান নিয়ে তিনি আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন । সেই কথা আমার বারবার মনে পড়লে আমি ভেঙে পড়ছি । লতা মঙ্গেশকর জি আমাকে এবং ভারতের প্রতিটি সঙ্গীতশিল্পীকে শিখিয়েছেন এবং তার জন্য আমি কৃতজ্ঞ ।"
'বাধাই দো' খ্যাত ভূমি পেডনেকার (Bhumi Pednekar) লেখেন, "একটি অত্যন্ত দুঃখজনক দিন । আমাদের সকলের জন্য, তাঁর ভক্তদের জন্য একটি বিশাল ক্ষতি । আপনার অবদান চিরকাল থেকে যাবে । পরিবার এবং বিশ্বজুড়ে তাঁর সমস্ত ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি । "
ইন্ডিয়ান আইডল বিজয়ী এবং গায়ক অভিজিৎ সাওয়ান্ত (Avijit Sawant) বলেছেন, "লতা দিদি সম্পর্কে আমার আবেগ এবং অনুভূতি প্রকাশ করা খুবই কঠিন । আমি তাঁকে সরস্বতী মায়ের মতো পুজো করেছি । আমি আমার জীবনে প্রথম যে গানটি শিখেছিলাম, তা ছিল লতা দিদির "মাই রি" গানটি । আমি তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে অনেকবার দেখা করেছি । এটা আমার ব্যক্তিগত ক্ষতিও।"
প্রযোজক বনি কাপুর (Bonney Kapoor) শোকপ্রকাশ করেছেন । তাঁর ও শ্রীদেবীর সঙ্গে লতার ছবি শেয়ার করেছেন টুইটারে । লিখেছেন, ‘লতা মঙ্গেশকর আর নেই একথা যেন বিশ্বাস করতে পারছি না । তিনি এমন অনেক গান রেখে গিয়েছেন, যা ভবিষ্যত প্রজন্মের জন্য রত্ন হয়ে রইল । তাঁর আত্মার শান্তি কামনা করি । পরিবারের জন্য সমবেদনা ।’
‘বাহুবলী’ অভিনেত্রী তমান্না ভাটিয়া টুইটারে লিখেছেন, ‘আমরা আজ একজন কিংবদন্তিকে হারালাম। সত্যি একটা যুগ যেন শেষ হয়ে গেল। তাঁর আত্মার শান্তি কামনা করি।’