লক্ষ্মী পুজোর সকাল থেকেই ভয়ানক ব্যস্ততা গোটা বাংলাজুড়েই। ওদিকে লক্ষ্মী কাকিমার লক্ষ্মীও রেডি! টলিপাড়ার তারকাদের মধ্যে অনেকের বাড়িতেই ঘটা করে লক্ষ্মীপুজো হয় ঘটা করে। তাঁদের মধ্যে অপরাজিতা আঢ্যের নাম আলাদা করে করতেই হয়। সকাল থেকেই ধনদেবীর আরাধনার তোরজোড় শুরু হয়ে গিয়েছে অপরাজিতা মানে লক্ষ্মী কাকিমার বাড়িতে।
নিজের হাতে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অপরাজিতা। গত দু'বছর করোনাকালে নানা কারণেই লক্ষ্মীপুজোর জাঁকজমক কম ছিল অভিনেত্রীর বাড়িতে। এ বছর বেশ খানিকটা স্বস্তি, সেই খুশির রেশ ধরা রইল অভিনেত্রীর ঠোঁটের হাসিতে।
নিজের বাড়িতে মহাসমারোহে পুজোর আয়োজন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। নিজের ইন্সটা অ্যাকাউন্টে সে ছবি পোস্ট করেছেন অভিনেত্রীও।