বাংলার দুর্গা পুজোর একেবারে অবিচ্ছেদ্য অংশ হল পুজোর প্রেম। এর মধ্যে সেলেব-প্রেম হলে তো কথা-ই নেই। দুর্গা অষ্টমীতে সেরকমই এক তারকা যুগলের প্রেমের সাক্ষী থাকল শহর কলকাতা।
কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘুরলেন 'মহব্বতে' গার্ল কিম শর্মা। গত দেড় বছর ধরেই ডেট করছে পেজ এবং কিম। কখনও গোয়ার সমুদ্র সৈকতে কখনও বড়দিনের কলকাতায় একসঙ্গে দেখা যায় দুজনকে।
এবার হাতে হাত রেখে দুজন ঘুরে দেখলেন কলকাতার দুর্গা পুজো। শ্রীভূমির মণ্ডপ ছাড়াও শহরের বেশ কিছু নামী পুজোয় দেখা গিয়েছে তাঁদের। লাল লেগিংস আর সাদা কুর্তায় সাজলেন কিম, অন্যদিকে নীল রঙা পঞ্জাবিতে একদম বং লুকে ধরা দিলেন কিংবদন্তি টেনিস তারকা।