বাংলা চলচ্চিত্র জগতে গ্ল্যামারে তাঁকে টেক্কা দিয়েছে অনেকেই। কিন্তু এমন স্বতস্ফূর্ত অভিনয় সাবিত্রী একাই পারতেন। শোনা যায় স্বয়ং উত্তম কুমার নাকি তাঁর সহভীনেত্রীদের মধ্যে অভিনয় প্রতিভার নিরিখে এগিয়ে রাখতেন 'সাবু'কে।
সেই সাবিত্রীর জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। ইতিমধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে, লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়।
অভিনেত্রীর আত্মজীবনীর নাম 'সত্যি সাবিত্রী'. সেই বই থেকেই তৈরি হচ্ছে চিত্রনাট্য। তবে বড় পর্দায়, নাকি ওটিটি, ছবি না, সিরিজ, ঠিক কোন মাধ্যমে মুক্তি পাবে ছবিটি, তা এখনও চুড়ান্ত হয়নি বলেই টিভি নাইন বাংলার দাবি।
কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে টলিউডে কোন তারকাকে, সেই নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বিস্তর।