আশিতে পা চারুলতার। বলছি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের (Madhabi Mukerjee) কথা। বাঙালি হৃদয়ে তিনি এখনও চারু-ই। সত্যজিতের ছবি তাঁর জীবনের অন্যতম মাইল ফলক হলেও, অভিনয়ে হাতেখড়ি ছোটবেলাতেই। মঞ্চে অভিনয় দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন। অভিনেত্রী লীলা দেবীর মেয়ে তিনি। বাবা ছিলেন শৈলেন্দ্র মুখোপাধ্যায়।
শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের সঙ্গে মঞ্চে কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। অস্কারের হল অফ ফেম-এ ভারতীয় ছবির প্রতিনিধি হিসাবে রয়েছে সত্যজিৎ-এর 'চারুলতা' (Charulata) অর্থৎ মাধবীর ছবি।
তবে শুধু সত্যজিৎ রায় (Satyajit Ray) নয়, মৃণাল সেন (Mrinal Sen) এবং ঋত্বিক ঘটক (Hrittik Ghatak), তিন শ্রেষ্ঠ পরিচালকের ছবিতেই নায়িকা হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। মৃণাল সেনের '২২শে শ্রাবণ'এ অভিনয় করেন তিনি। তখনও তাঁর নাম ছিল মাধুরী। সুবর্ণরেখা, মহানগর, কাপুরুষ, শঙ্খবেলার মতো অসংখ্য ছবিতে অভিনয় করে বাঙালির হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন মাধবী।