শুধু বলিউডকে না, গোটা দুনিয়াকেই বিদায় জানিয়েছেন ২০২০ এর ২৯ এপ্রিল। বলছি অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) কথা। সারা জীবনে ইরফান এমন অনেক ছবি করেছেম, যা কখনও মুক্তিই পায়নি। ১৪ বছর পর সেরকম এক ছবি মুক্তির অপেক্ষায়।
আরও পড়ুন, করোনার কারণে চতুর্থ বারের জন্য পিছিয়ে গেল শাহিদ কপুরের ছবি 'জার্সি'
ছবির নাম, "মার্ডার অন থার্ড ফ্লোর, ৩০২'। ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন রণবীর শোরে (Ranbir Shorey), লাকি আলি (Lucky Ali) এবং দীপল শ (Deepal shaw)। বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে ছবির ট্রেলারও পোস্ট করেছে জি ফাইভ (Zee 5)।
খবর শুনেই অধীর অপেক্ষায় ইরফানের অগণিত ভক্তেরা। অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের