নামে বড়দিন, আসলে তো ছোটদের দিন। বলা ভাল ছোটদের জন্য বড় একটা দিন। টলিউডের সেলিব্রিটি তারকাদের কচিকাঁচারা উদযাপন করবে না, তা হয়? ক্রিস্টমাস উদযাপনে মাতল ইউভান আর ঈশান। একজনের বয়স সবে এক পেরিয়েছে, আরেকজনের কয়েক মাস। দিব্যি খোশ মেজাজে বড়দিন পালন করছেন তারকা মা-বাবাদের সঙ্গে।
রাজ-শুভশ্রীর সন্তান ইউভান ইতিমধ্যে টলিপাড়ায় একটা নাম। বলিউডে যেমন তৈমুরকে নিয়ে পাগলামি, টলিপাড়ায় তেমনই জনপ্রিয় ইউভান। একরত্তিকে নিয়ে বড়দিন উদযাপনের ছবি শেয়ার করেছেন শুভশ্রী। পাশাপাশি কম যায় না নুসরত জাহান-যশ দাসগুপ্তের সন্তান ঈশান। সেও মায়ের কোল থেকেই উপভোগ করছে তার প্রথম বড়দিন।