আশেপাশে সময় খুব একটা ভাল না। টলিউডে একের পর এক শিল্পী করোনায় আক্রান্ত হচ্ছেন। বর্তমানে কোভিড পজিটিভ রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী (Subhashree Ganguly) (Rudranil Ghosh), রুদ্রনীল ঘোষ। তবু তো কালের নিয়মে রাত পেরিয়ে ভোর হয়। আসে, নতুন দিন। আজ ছিল রুদ্রনীলের জন্মদিন। সেই উপলক্ষেই সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করলেন রাজ।
ছেলের অভিন্ন হৃদয় বন্ধুকে জড়িয়ে রাজের মায়ের আক্ষেপ, "সবাই একে একে বিয়ে করে নিল, রুদ্রই শুধু করল না"। রুদ্রর জন্য পাত্রী খোঁজার দায়িত্ব দিলেন রাজকেই।
রুদ্রনীল হাসি চেপে রাখতে পারেননি, বলে বসেন- ‘ওর বিধানসভা থেকে খুঁজে দেবে। প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছে…. দল, মত নির্বিশেষে আবেদন করতে পারেন’। পাশ থেকে শুভশ্রী বলে উঠেন, ‘রুডির বউ চাই, বউ দাও’।
একা ঘরে ইউভান, ছেলের জন্য মনখারাপ করোনা আক্রান্ত রাজ-শুভশ্রীর
আলোচনা যখন মধ্যগগনে, এসে যোগ দিল একরত্তি ইউভান (Yuvaan)। সব মিলিয়ে রাজের পোস্ট করা ভিডিও উপভোগ করেছেন সকলেই।
রাজনৈতিক মত আলাদা হলেও রাজ-রুদ্রনীলের দীর্ঘদিনের বন্ধুত্বে যে এতটুকু ছেদ পড়েনি, ভিডিও দেখলেই তা বেশ বোঝা যায়।