নেতাজি। সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Chandra)। বাঙালির কাছে তো বটেই, সারা দেশের কাছেই একটা আবেগের নাম। আজ তাঁর ১২৮ তম জন্মদিন। সুভাষকে নিয়ে বাংলায় কত গান, কত সাহিত্য, কত ছবি তৈরি হয়েছে। শুধু বাংলা কেন, ভারতীয় ছবিতে নানা সময়ে রুপোলি পর্দায় ধরা দিয়েছেন নেতাজি, সেরকম কিছু সিনেমা নিয়ে দু-চার কথা হোক।
সুভাষ চন্দ্র (১৯৬৬) (Subhash Chanda)
এই ছবি ছয়ের দশকে। স্বাধীনতা আন্দোলনের রেশ তখনো বাংলার আলো হাওয়া মাটিতে। পরিচালক পীযূষ বোস খুব নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন সুভাষের শৈশব, কৈশোরের দিনগুলো।
'বোস: দ্যা ফর্গটন হিরো' (Bose: The forgotten Hero)
প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের পরিচালিত ছবি। মুক্তি পেয়েছিল, ২০০৪ সালে। ছবি মুক্তির সময় বেশ কিছু দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। সুভাষের ভূমিকায় অভিনেতা শচীন খেদেকর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন বেশ। পরিচালকের নাম শুনলে বোঝাই যায়, আবেগ নয়, বরং তথ্যনিষ্ঠ হওয়ার দিকেই বেশি মন দিয়েছিলেন বেনেগাল।
আমি সুভাষ বলছি ২০১১ (Aami Subhash Bolchi)
এই ছবিতে সুভাষ চন্দ্রের জীবন নেই, বরং তাঁর আদর্শ রয়েছে। ছবিতে মিঠুন চক্রবর্তী একজন নিতান্ত সাদামাটা মানুষ। কিন্তু তাঁর বিবেকের মধ্যে দিয়ে, আদর্শের মধ্যে দিয়ে বারবার এ ছবিতে ফিরে আসেন সুভাষ।
'বোস: ডেড/অ্যালাইভ' (Bose: Dead or Alive)
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। সমালোচকদের একাংশের মনে হয়েছিল নেতাজির চেহারার সঙ্গে রাজকুমারের চেহারার তেমন মিল নেই। যদিও অভিনয় গুণে অনেকটাই বাজিমাত করেছিলেন রাজকুমার।
আরও পড়ুন- Parakram Divas 2022: বিতর্কের মধ্যে দিয়েই নেতাজির জন্মদিনে গত বছরই প্রথম পালিত হয় 'পরাক্রম দিবস'
গুমনামী (Gumnaami)
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল নেতাজির চরিত্রে। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পান পরিচালক।
স্বস্তিক সংকেত (Swastik Sonket)
হিটলারের সঙ্গে দেখা করতে গিয়েছেন নেতাজি। হিটলারের রণকৌশলে চলছে নানা পরীক্ষানিরীক্ষা, রয়েছে জৈব অস্ত্র নিয়ে গবেষণাও। নুসরত (Nusrat Jahan)-গৌরব চক্রবর্তী(Gaurav Chakrabarty) অভিনীত ছবি 'স্বস্তিক সংকেত' (Swastik Sanket) এর প্রেক্ষাপট এমনই। ছবিতে নেতাজির ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবিটি মুক্তির অপেক্ষায়।
টিভিতে নেতাজি ধারাবাহিক (Netaji Serial)
২০১৯ সালে বাংলায় সম্প্রচার হত এই ধারাবাহিক। ছোট পর্দার অভিনেতা অভিষেক বোস নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন এই ধারাবাহিকেই।দর্শকের মন জয় করে নেওয়ায় বাংলার পরে অন্য ভাষাতেও ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছে।