বলিউডে প্রথম জনপ্রিয়তা কমেডি চরিত্রে। কিন্তু চলচ্চিত্র নিয়ে রীতিমতো গুরুগম্ভীর পড়াশোনাই ছিল সদ্য প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা, পুনের এফটিআইআই-এর প্রাক্তনীর অভিনয় জীবন শুরু হয় মঞ্চ থেকে।
অভিনয়ের স্বপ্ন নিয়েই মুম্বই পাড়ি দিয়েছিলেন তরুণ সতীশ। কিন্তু সেই পথ তো খুব মসৃণ ছিল না। রোজকারের জন্য একসময় বাছতে হয়েছে পোশাকের কারখানার ক্যাশিয়ারের চাকরিও। তারপর আস্তে আস্তে পৃথ্বী থিয়েটারে যাতায়াত শুরু। সেখান থেকেই আসে ছবির অফার।
Satish Kaushik Died: বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক
মিস্টার ইন্ডিয়ার 'ক্যালেন্ডার'-এর চরিত্রে সতীশকে মনে রেখে দেবে আপামর ভারতীয় দর্শক। এছাড়া 'দিওয়ানা মস্তানা', রাম লক্ষণ, 'সাজান চলে শশুরাল' ছবিতেও তাঁর অভিনয় মনে রাখার মতোই। শেষ দুটি ছবির জন্য ফিল্ম ফেয়ার সেরা কমেডিয়ানের সম্মানও পেয়েছেন তিনি।
কুন্দন শাহের জনপ্রিয় ছবি 'জানে ভি দো ইয়ারো' ছবির সংলাপও তাঁর লেখা।
এরপর হাতেখড়ি পরিচালনায়। প্রথমেই পরিচালনা করলেন বিপুল বাজেটের ছবি, 'রূপ কি রাণী, চোরো কি রাজা'। বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি সে ছবি। পরিচালক হিসেবে তাঁর প্রথম হিট সেই অর্থে 'হাম আপকে দিল মে র্যাহতে হ্যায়'।