বিগত বেশ কয়েক মাস যেন খরা চলছে বলিউডে। যে ছবিই মুক্তি পাচ্ছে কোনোটাই সাফল্যের মুখ দেখছে না তেমন। হেভিওয়েট তারকাদের ছবিও ফ্লপ হচ্ছে ডাহা? কিন্তু আগামী মাসে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি। দেখে নেওয়া যাক কী কী ছবি রয়েছে তালিকায়।
শিশু অপহরণের র্যাকেট নিয়ে অ্যাকশন থ্রিলারের গল্প। অভিনয়ে: অক্ষয় কুমার, রকুল প্রীত সিংহ, সরগুন মেহতা, চন্দ্রচূড় সিংহ
পুরাণ আর গল্পের মিশেলে এই ছবি। রণবীর আলিয়া প্রথমবার একসঙ্গে বড় পর্দায়, স্বাভাবিক ভাবেই অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা।
গ্যাংস্টার এবং এক পুলিশ অফিসারের গল্প, অভিনয়ে: হৃতিক রোশন, সইফ আলি খান, রাধিকা আপ্তে, রোহিত সরফ। ছবির লুক সামনে আসতেই ভক্তদের মধ্যে বেড়েছে উন্মাদনা।
চোল সাম্রাজ্যের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াই, সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসা-হানাহানি নিয়ে মণিরত্নমের ছবি। চোল সাম্রাজ্যে যে ভাবে ফাটল তৈরি করেছিল, তা নিয়েই এই ছবির কাহিনি। বহুদিন পর ঐশ্বর্য রাইকে বড় পর্দায় পাবেন দর্শক। ছবিতে অ্যাশের লুক সাড়া ফেলেছে রীতিমতো।