নতুন বছরে একাধিক নতুন চরিত্র নিয়ে পর্দা কাঁপাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। নতুন বছরে কৌশিক গাঙ্গুলির 'কাবেরী অন্তর্ধান', অতনু ঘোষের 'শেষ পাতা', পাভেলের 'ডাক্তার বাবু', সাজঘর সহ একাধিক নতুন ছবিতে দেখা মিলবে স্বয়ং 'ইন্ডাস্ট্রির'। সকলের থেকে শুভ কামনা এবং আশীর্বাদ চেয়ে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ।
এই মুহূর্তে তাঁকে টলিউডের বটগাছ বললেও ভুল বলা হবে না। চেনা নায়কের ছক ভেঙে গত কয়েক বছর ধরেই নিজেকে নিত্যনতুন চরিত্রে মেলে ধরছেন বুম্বা দা। তাঁর অভিনয় মনে দাগ কেটেছে বাঙালির৷ প্রসেনজিৎকে বড় পর্দায় দেখার আশায় এখন থেকেই কার্যত চাতকের মতো দিন গুণছেন ভক্তরা।